Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

বাগমার  উত্তর ইউনিয়ন ও বাজার ঘেষে প্রবাহমান ডাকাতিয়া নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে চাঁদপুরলক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি কুমিল্লা-লাকসাম চাঁদপুর হয়ে মেঘনা নদীতে মিশেছে। যা লক্ষ্মীপুরের হাজিমারা পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য-২০৭ কিলোমিটার। মেঘনা নোয়াখালীতে প্রবেশের পর ডাকাতিয়া নাম ধারণ করেছে। যার দক্ষিণের অংশ নোয়াখালী খাল হিসেবে প্রবাহিত।[২] চাঁদপুর থেকে এই ডাকাতিয়া নদী যোগ হয়েছে কুমিল্লার গোমতীর সঙ্গে ইহা ২৩০.২০ অক্ষাংশে এবং ৯১০.৩১ দ্রাঘিমা বিস্তৃত। যা বামদিকে দক্ষিণে প্রবাহিত হয়ে ফেনী নদীতে মিশেছে। অপরদিকে কুমিল্লা শহর থেকে একটি খাল যা আগে প্রশস্ত ছিলো পানি ও পয়নিষ্কাষন করে ডাকাতিয়ার সাথে মিশে যেতো সেই মরা কাল এখন গুইগাজুরী ও বাগমারায় এসে যাকাতিয়ার কোলে মিশে একাকার।

খাল ও নদীর সংখ্যা

নাম

নদী- ১ টি

ডাকাতিয়া নদী

খাল- ১ টিগুইঙ্গাজুড়ী