Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদ ইতিহাস

বাগমারা উত্তর ইউপির ইতিহাস:

বাগমারা উত্তর ইউপি অনেক পুরনো  ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তৎকালীন প্রাদেশিক সরকারের ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ বলে গঠিত বর্তমান ইউপির কাজ এখনো অব্যাহত। এই ইউপির ১ম চেয়ারম্যান ছিলেন যোগেন্দ্ররায় চৌধুরী (১২/০৯/১৯৪৫-১২/০৫/১৯৫০) ,তার পরবর্তী কালে ২য় চেয়ারমান হিসেবে  দায়িত্ব পালন করে গেছেন জনাব মো: আবদুর রহমান মেীলভী সাহেব (১৩/-০৫/১৯৫০ থেকে ১৫/০৮/১৯৫৫)  যিনি  এ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে সূদুঢ় ভুমিকা পালন করে গেছেন। গত ০১-০৪-২০০৩ ইং হতে  বর্তমান সময় পর্যন্ত একজন সফল চেয়ারম্যান হিসেবে টানা ৩ সেশনে  এ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের অবিশ্বরনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন জনাব আবুল কাশেম ।  এখানে  আরো অনেক মানীগুনী মানুষের জম্ম হয়েছিল। মরহুম আবুল কালাম মজুমদার, আ,হ,ম মোস্তফা কামাল (এফ,সি,এ লোটাস কামাল) সহ অনেক বরণীয় মানুষ এখানে জন্মগ্রহন করেন।